লাভ-ক্ষতি

Show Important Question


1) এক ব্যক্তি একটি দ্রব্য 3550 টাকায় বিক্রি করেন ও তার ক্ষতি হয় 19% । জিনিষটির ক্রয় মূল্য কত ছিলো?
A) 4283 টাকা
B) 4350 টাকা
C) 4383 টাকা
D) 4450 টাকা

2) একজন ব্যবসায়ী 26 কেজি চাল 25 টাকা প্রতি কেজি দরের সঙ্গে 30 কেজি অন্য ধরণের চাল, যার মুল্য 40 টাকা প্রতি কেজিতে মিশ্রিত করলেন। এরপর তিনি সেই মিশ্রিত চালকে 35 টাকা প্রতি কেজি দরে বিক্রি করলেন। ব্যবসায়ীর লভ্যাংশ হলো:
A) কোনো লাভ বা ক্ষতি হয় নি
B) 5.94%
C) 6%
D) 35%

3) একটি টেবিল 950 টাকায় কিনে 1140 টাকায় বিক্রি করা হল। তাহলে লভ্যাংশ কত হল ?
A) 25%
B) 35%
C) 30%
D) 20%

4) এক ব্যক্তি 15টি আপেল ক্রয় করে 12 টাকায় এবং 12টি আপেল বিক্রয় করে 15 টাকায়। তার কত লাভ/ক্ষতি হয়?
A) 56.25% লাভ
B) 56.25% ক্ষতি
C) 56.75% লাভ
D) 56.75% ক্ষতি

5) এক ব্যক্তি ৪ টি আম 9 টাকায় কিনে 9 টি আম ৪ টাকায় বিক্রি করলেন। তার কত শতাংশ লাভ বা ক্ষতি হলো?
A) 10.14% ক্ষতি
B) 10.14% লাভ
C) 20.98% ক্ষতি
D) 20.98% লাভ

6) X কোন বস্তুকে 5% লাভে Y কে , Y ওই বস্তুটি Z কে 20% লাভে এবং Z সেই বস্তুটিকে 25% লাভে P কে বিক্রি করল। যদি P বস্তুটির জন্য 2520 টাকা দেয়, তবে X এর ক্রয় মূল্য কত ছিল ?
A) 1600 টাকা
B) 1700টাকা
C) 1800 টাকা
D) 1500 টাকা

7) 5 মিটার কাপড় বিক্রি করে 2 মিটার কাপড়ের ক্রয় মূল্যের সমপরিমাণ মূল্য লাভ হল । লাভের হার কত ?
A) 40%
B) 30%
C) 42%
D) 45%

8) A একটি দ্রব্য b-কে 15% লাভে বিক্রয় করে b ওই দ্রব্যটি c-কে 5% ক্ষতিতে বিক্রয় করে। মোট প্রকৃত লাভ/ক্ষতি কত?
A) 9.75% ক্ষতি
B) 9.5% লাভ
C) 9.25% লাভ
D) 10.25% লাভ

9) 450 টাকায় একটি বস্তু বিক্রি করে এক ব্যক্তির লোকসান হল 25%। কত টাকায় বস্তুটিকে বিক্রি করলে ব্যক্তিটির লাভ হত 50% ?
A) 900 টাকা
B) 600 টাকা
C) ৪00 টাকা
D) 1,000 টাকা

10) এক ব্যক্তি 144 টাকায় তার ঘড়ি বিক্রি করেন। এতে শতকরা ক্রয়মূল্যের সমান লাভ হয়েছে। তবে ক্রয়মূল্য কত?
A) 90 টাকা
B) 85 টাকা
C) 80 টাকা
D) 75 টাকা

11) একজন ব্যবসায়ীর কাছে 100 কেজি চিনি আছে। উক্ত চিনির কিছু অংশ ৪% লাভে বিক্রি করলেন এবং বাকি পরিমাণ চিনি 18% লাভে বিক্রি করলেন। সমগ্র পরিমাণ বিক্রিত চিনিতে তিনি 14% লাভ করলেন। ৪% লাভে বিক্রিত চিনির পরিমাণ
A) 40 কেজি
B) 56 কেজি
C) 60 কেজি
D) কোনটিই নয়

12) এক ডিলার 540 টাকায় একটি রেডিও বিক্রি করে 10% ক্ষতির সম্মুখীন হল। কত টাকায় সেটি বিক্রি করলে তার 10% লাভ হত ?
A) Rs. 660
B) Rs. 650
C) Rs. 600
D) উপরের কোনটিই নয়

13) একটি জিনিসের ধার্যমূল্য 200 টাকা থেকে 150 টাকায় কমে আসে যদি পর পর যথাক্রমে 20% এবং x% ছাড় দেওয়া হয়। x=?
A) 6
B) 6.25
C) 6.5
D) 7

14) By selling 100 pencils, a shopkeeper gains the selling price of 20 pencils. His gain per cent is / একজন দোকানদার 100 পেনসিল বিক্রি করে যা লাভ করল তা 20 টি পেনসিলের বিক্রয় মূল্যের সমান। তার শতকরা লাভের পরিমাণ –
A) 25%/ ২৫%
B) 20%/ ২০%
C) 15%/ ১৫%
D) 10%/ ১২%

15) চারটি বস্তুর ক্রয় মূল্যের দরে তিনটি বস্তু বিক্রি করলে লাভের পরিমাণ কত হবে ?
A) 25%
B) 33.33 %
C) 37.5%
D) 40%

16) A dishonest cloth merchant sells cloth at its cost price but uses a scale of 90cm instead of 1 meter. What is the percentage of his profit? / এক অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যের দরে কাপড় বিক্রি করবে স্থির করলো কিন্তু 1 মিটার এর পরিবর্তে 90 সেন্টিমিটার এর স্কেল ব্যবহার করলো। তার লাভের হার কত?
A) 9%/ ৯%
B) 10%/ ১০%
C) 10.33%/ ১০.৩৩%
D) 11.11%/ ১১.১১%

17) একটি দ্রব্যের ক্ষতি ও বিক্রয় মূল্যের অনুপাত 1:7 । শতকরা ক্ষতির পরিমাণ কত ?
A) 12.5%
B) 8%
C) 12%
D) 7%

18) এক ব্যক্তি দুটি ঘোড়ার প্রতিটি 28560 টাকায় বিক্রয় করেন। একটিতে তিনি 15% লাভ করেন এবং অপরটিতে 15% ক্ষতি হয়। মোটের উপর তার শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?
A) 2.25% ক্ষতি
B) 2% লাভ
C) 2.75% ক্ষতি
D) 2.5% ক্ষতি

19) একজন বিক্রেতা তার পণ্যের দাম 20% বাড়ানোর পর দেখলেন যে তার পণ্যের বিক্রি কমে গেছে তাই সে পুণরায় তার পণ্যের দাম 10% কমিয়ে দিল এতে মোটের উপর তার পণ্যের দাম কত % কমলো বা বাড়লো?
A) 4% বাড়লো
B) 8% বাড়লো
C) 4% কমলো
D) 8% কমলো

20) টাকায় ১০ টি ও টাকায় ১৫ টি দরে সমান সংখ্যক লিচু কিনে শবগুলো লিচু টাকায় ১২ টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
A) 5% লাভ
B) 5% ক্ষতি
C) 10% লাভ
D) লাভ বা ক্ষত কিছুই হবে না