শতকরা
1)
প্রতি কেজি চালের বর্তমান মূল্য 20 টাকা। পূর্বে এই মূল্য ছিল 18 টাকা। পরিবারের খরচ একই রেখে চালের ব্যবহার কমাতে হবে
A)
10%
B)
20%
C)
15%
D)
5%
2)
একটি শহরের জনসংখ্যা 70000। প্রথম বছরে তা 10% বৃদ্ধি পেল। পরের বছরে তা বৃদ্ধি পেল 20%। তাহলে দুবছর পরে শহরটির জনসংখ্যা কত হবে ?
A)
77000
B)
৪4000
C)
92400
D)
104000
3)
যদি কোন বর্গক্ষেত্রের একদিক 5% কমিয়ে দেওয়া হয়, তাহলে তার আয়তন কমে
A)
6.75%
B)
9.75%
C)
12.50%
D)
25%
4)
দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার চেয়ে যথাক্রমে 30% এবং 37% কম। তাহলে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার থেকে কত শতাংশ কম ?
A)
10%
B)
15%
C)
20%
D)
25%
5)
যদি একটি সংখ্যার 25% হয় 20, তাহলে ওই সংখ্যার 40% কত হবে ?
A)
80
B)
40
C)
32
D)
24
6)
যদি একটি বর্গক্ষেত্রের বাহু 25% বৃদ্ধি পায়, তবে উক্ত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
A)
25%
B)
40.5%
C)
55%.
D)
56.25%
7)
একটি ভোট দান প্রক্রিয়ায় দুইজন ব্যক্তি ভোটে দাঁড়িয়েছে। সমগ্র ভোটারদের 8% ভোটার ভোট দানে বিরত থাকল। এর ফলে সমগ্র ভোটের 48 শতাংশ ভোট পেয়ে একজন ব্যক্তি অপর ব্যক্তিকে হারিয়ে দিল 1100 ভোটে। মোট ভোটারের সংখ্যা কত ?
A)
25000
B)
27000
C)
27500
D)
28500
8)
কোন পরীক্ষায় 40% ছাত্র ইংরেজিতে, 30% অঙ্কে এবং 15% উভয় বিষয়েই অকৃতকার্য হয়েছে। তবে সফল ছাত্রদের হার হল—
A)
50%
B)
30%
C)
65%
D)
45%
9)
1000 এর 10% =?
A)
10
B)
100
C)
1
D)
1000
10)
100 এর 0.1% = ?
A)
0.01
B)
0.1
C)
1
D)
10
11)
একজন পরীক্ষার্থী একটি পরীক্ষায় 82% নম্বর পেয়েছে যাতে সর্ব্বোচ্চ নম্বর ছিল 650, সে কত পেয়েছে ?
A)
563
B)
498
C)
533
D)
546
12)
কোনো সংখ্যার 60% 30 হলে, সংখ্যাটি কত?
A)
50
B)
25
C)
60
D)
75
13)
7.2 কিলোগ্রামের কত অংশ 18 গ্রাম ?
A)
0.025%
B)
0.25%
C)
2.5%
D)
25%
14)
কোনো বৃত্তের ব্যাসার্ধ 100% বৃদ্ধি পেলে বৃত্তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল বৃদ্ধি পাবে
A)
100%
B)
200%
C)
300%
D)
400%
15)
যখন কোন একটি সংখ্যা X এর 20 % বৃদ্ধি করার পর 20 বিয়োগ করা হয় তখন সংখ্যাটি হয় 160 । যদি সংখ্যাটির 20% হ্রাস করে 20 বৃদ্ধি করা হয় তবে তার মান কত হবে ?
A)
144
B)
140
C)
150
D)
146
16)
A-এর বেতন b-এর বেতনের অপেক্ষা 50% কম। b এর বেতন a-এর বেতন অপেক্ষা শতকরা কত বেশি?
A)
50%
B)
75%
C)
100%
D)
কোনোটিই নয়
17)
যদি x এর মান 6 বৃদ্ধি করা হয় তা হয় নিজের 102%। x এর মান কত?
A)
306
B)
302
C)
304
D)
300
18)
চিনির দাম 20% বাড়িয়ে এবং ব্যবহার 20% কমালে খরচ কত কমবে বা বাড়বে?
A)
5%
B)
8%
C)
6%
D)
4%
19)
কোনো একটি প্লান্ট-এর মূল্য বার্ষিক 10% হ্রাস পায়। যদি প্লান্টটির বর্তমান মূল্য 1,00,000 টাকা হয়, তবে 2 বছর পর এর মূল্য কত হবে?
A)
৪,০০০ টাকা
B)
10,000 টাকা
C)
18,000 টাকা
D)
81,000 টাকা
উত্তর:-
81,000 টাকা
বিবরণ:-
20)
যদি একটি বর্গক্ষেত্রের বাহু 25% বৃদ্ধি পায়, তবে উক্ত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
A)
25%
B)
40.5%
C)
55%
D)
56.25%