ইতিহাস থেকে আরো প্রশ্ন

Show All Question


1) মালিক কাফুর কার সেনাপতি ছিলেন ?
A) ফিরোজশাহ তুঘলক
B) চন্দ্রগুপ্ত মৌর্য
C) বিম্বিসার
D) আলাউদ্দিন খিলজি


2) তরাইনের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল ?
A) ১১৯১ খ্রিস্টাব্দে
B) ১১৯২ খ্রিস্টাব্দে
C) ১১৯৩ খ্রিস্টাব্দে
D) ১১৯৪ খ্রিস্টাব্দে


3) 'তকাভি' বলতে কি বোঝায় ?
A) কৃষক ঋণ
B) এক ধরনের উর্বর জমি
C) হিন্দুদের উপর আরোপিত কর
D) অনুর্বর জমি


4) ইসলামের সঙ্গে ভারতের প্রাথমিক সংযোগ ঘটেছিল কাদের মাধ্যমে ?
A) সপ্তম শতকে আরবদের সিন্ধু আক্রমণের
B) একাদশ ও দ্বাদশ শতকের তুর্কি আক্রমণের
C) মালাবার উপকূলে আরব বণিকগণের
D) সুফি সন্ত এবং আরবী পর্যটকগণের


5) রাণা প্রতাপের রাজপুত রাজবংশ ছিল —
A) কাছোয়া
B) শিশোদিয়া
C) সোলাঙ্কি
D) পরামার


6) কোন রাজপুত শাসক আকবরের সমসাময়িক নন ?
A) মান সিংহ
B) অমর সিংহ
C) উদয় সিংহ
D) যশবন্ত সিংহ


7) কে 'হইন্দভ ধর্মোদ্ধারক' (হিন্দুধর্মের রক্ষাকর্তা) উপাধি নেন ?
A) গুরু রামদাস
B) শিবাজি
C) প্রথম বাজীরাও
D) বালাজী বাজীরাও


8) গ্রীক লেখকদের রচনায় কাকে 'স্যান্দ্রোকোট্টস' বলা হয়েছে ?
A) অশোক
B) বিন্দুসার
C) চন্দ্রগুপ্ত মৌর্য
D) ধননন্দ


9) কোন ঐতিহাসিক প্রাচীন ভারতের ইতিহাসের উপর গবেষণার জন্য বিখ্যাত ?
A) সতীশ চন্দ্র
B) বিপান চন্দ্র
C) রামশরণ শর্মা
D) অমলেশ ত্রিপাঠী


10) কে কুতুব মিনার নির্মাণকার্য সমাপ্ত করেন ?
A) কুতুবুদ্দিন বখতিয়ার কাকী
B) নাসিরুদ্দিন কুবাচা
C) ইলতুৎমিস
D) কুতুবুদ্দিন আইবক


11) বোঘাজকোই গুরুত্বপূর্ণ কারণ
A) এই জায়গাটি মধ্য এশিয়া ও তিব্বতের মধ্যে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ঘাঁটি ছিল ।
B) আদি-বৈদিক সাহিত্য এখানেই রচিত হয় ।
C) এখানে প্রাপ্ত লেখমালা–য় বৈদিক দেব–দেবীদের নাম উল্লিখিত আছে ।
D) উপরের কোনটিই নয়


12) নিম্নোক্তদের মধ্যে ‘আলাই দরওয়াজা‘-র নির্মাতা কে ?
A) আলাউদ্দিন খিলজী
B) আকবর
C) মহম্মদ বিন তুঘলক
D) জাহাঙ্গীর


13) নীচের বর্ণিত কোনটি ‘মিতাক্ষরা‘ ব্যবস্থার প্রকৃত সংজ্ঞা দান করে ?
A) জ্যোতির্বিজ্ঞান শাস্ত্র
B) প্রাচীন হিন্দু উত্তরাধিকার ব্যবস্থার ওপর লিখিত ভাষ্য
C) কৃষি ব্যবস্থার ওপর লিখিত গ্রন্থ
D) চিকিৎসাবিজ্ঞান সংক্রান্ত ভাষ্য


14) ভূমিস্বত্ব প্রতিষ্ঠায় কবুলিয়ত ও পাট্টা–র প্রচলন করেন
A) শের শাহ
B) গিয়াসুদ্দিন মাহমুদ শাহ
C) বাহলুল খান লোদী
D) হুমায়ুন


|< 1 >|