প্রাচীন ভারতের বিখ্যাত পন্ডিত এবং গুরুত্বপূর্ন সাহিত্যকর্ম

Show All Question


1) 'মুদ্রা রাক্ষস’-এর রচয়িতা হলেন
A) শুদ্রক
B) কালিদাস
C) বাণভট্ট
D) বিশাখাদত্ত


2) অর্থশাস্ত্র-এর রচয়িতা কে?
A) কালিদাস
B) পাণিনি
C) কৌটিল্য
D) হর্ষবর্ধন


3) ‘বৃহৎসংহিতা’র লেখক হলেন:
A) আর্যভট্ট
B) পাণিনি
C) বরাহমিহির
D) ভাস্করাচার্য


4) ‘কাদম্বরী’ গ্রন্থের রচয়িতা ছিলেন
A) কালিদাস
B) কলহন
C) ভবভূতি
D) বাণভট্ট


5) ‘কিতাব-উল-হিন্দ’ কে লিখেছিলেন
A) ইবন বতুতা
B) অল-বিরুনী
C) ফৌজী
D) আবুল ফজল


6) 'মৃচ্ছকটিকম' নাটকটির রচয়িতা ছিলেন ?
A) বিশাখদত্ত
B) শূদ্রক
C) বানভট্ট
D) ভাস


7) বুদ্ধচরিত কার দ্বারা রচিত ?
A) নাগার্জুন
B) অশ্বঘোষ
C) বসুমিত্র
D) বিশাখাদত্ত


8) নিম্নলিখিত কোন সংস্কৃত নাটকে কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দদের পতন স্পষ্টভাবে অঙ্কিত হয়েছে ?
A) মৃচ্ছকটিক
B) দেবীচন্দ্রগুপ্ত
C) মত্তবিলাস
D) মুদ্রারাক্ষস


9) রাজতরঙ্গিনী কার লেখা
A) কৌটিল্য
B) মেগাস্থিনিস
C) কলহন
D) এঁদের কেউ নন


10) গীতগোবিন্দ কে রচনা করেন ?
A) বানভট্ট
B) জয়দেব
C) মীরাবাঈ
D) কালিদাস


|< 1 >|