সিন্ধু সভ্যতা

Show All Question


1) কে হরপ্পা আবিষ্কার করেন?
A) দয়ারাম সাহানি
B) আর. ডি. ব্যানার্জী
C) জেমস প্রিন্সেপ
D) ভিনসেন্ট স্মিথ


2) হরপ্পার লোকেদের কোন দেশের লোকেদের সঙ্গে ভাল বাণিজ্যিক সম্পর্ক ছিল ?
A) মেসোপটেমিয়া
B) কন্সতান্তিনোপেল
C) মিশর
D) গ্রীস


3) নিম্নলিখিত কোনটি প্রাচীন ভারতের সমুদ্রবন্দরের নামঃ
A) মহেঞ্জোদারো
B) হরপ্পা
C) লোথাল
D) কোনটিই নয়


4) হরপ্পা অঞ্চল কোন নদীর কাছে অবস্থিত ছিলঃ
A) সিন্ধু
B) শতদ্রু
C) রবি
D) চেনাব


5) নিম্নলিখিত কোন ধাতুটি হরপ্পা সভ্যতার সময় ব্যবহার করা হত না?
A) লোহা
B) ব্রোঞ্জ
C) তামা
D) সোনা


6) সিন্ধু ভ্যালির বৃহৎ স্নানাগার পাওয়া যায় কোথায়?
A) হরপ্পা
B) মহেঞ্জোদারো
C) ধোলাভিরা
D) লোথাল


7) হরপ্পা সভ্যতার বাড়ীঘর কি দিয়ে তৈরী ছিল ?
A) পাথর
B) কাঠ
C) ইট
D) কোনটিই নয়


8) সিন্ধুবাসীর প্রধান পুরুষ দেবতা কোনটি?
A) পশুপতি
B) ইন্দ্র
C) অগ্নি
D) বিষ্ণু


9) সিন্ধু সভ্যতার কোথায় ধানের চাষ নিদর্শন পাওয়া যায়
A) হরপ্পা
B) রোপার
C) লোথাল
D) কালিবঙ্গান


10) মহেঞ্জোদাড়ো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন ?
A) জন মার্শাল
B) দয়ারাম সাহানী
C) রাখালদাস ব্যানার্জী
D) বি. বি. লাল


11) কালিবঙ্গান কোথায় অবস্থিত?
A) হিমাচল প্রদেশ
B) পশ্চিমবঙ্গ
C) উত্তর প্রদেশ
D) রাজস্থান


12) সিন্ধু সভ্যতা লোকেদের মূল জীবিকা কি ছিল?
A) ব্যবসা
B) কৃষিকাজ
C) পশুপালন
D) শিকার


13) সিন্ধু সভ্যতার মানুষেরা কোন পশুর ব্যবহার জানত না ?
A) বিড়াল
B) কুকুর
C) ঘোড়া
D) কোনোটিই নয়


14) মহেঞ্জোদারো কথাটির অর্থ কি?
A) জীবিতের স্বপ্ন
B) মৃতের স্তুপ
C) শান্তির দেশ
D) সীমান্তবর্তী নগর


15) নৃত্যরত মহিলার ব্রোঞ্জের মূর্তি কোথায় পাওয়া গেছে?
A) কোট ডিজি
B) মহেঞ্জোদারো
C) আলমগীরপুর
D) রোপার


16) নিম্নলিখিত হরপ্পা প্রত্নস্থলগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয় ?
A) সুরকোটাডা
B) লোথাল
C) ধোলাভিরা
D) বানওয়ালি


17) নিম্নলিখিত ভাষ্যগুলির মধ্যে সিন্ধু সভ্যতা সম্পর্কে সঠিক কোনটি ?
A) হরপ্পা ও মহেঞ্জোদারো উভই কেন্দ্রই রাভি (ইরাবতী) নদীর ধারে অবস্থিত ।
B) চানহুদারো ও কালিবঙ্গান উভয়ই বর্তমান রাজ্য রাজস্থানের সীমানার মধ্যে অবস্থিত ।
C) সূরকোতাদা ও ধোলাবিরা উভয়ই গুজরাটে কচ্ছ এলাকায় অবস্থিত ।
D) লোথাল কেন্দ্রটি নর্মদা নদীর ধারে অবস্থিত ।


18) রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি ?
A) মহেঞ্জোদারো
B) সুকতাজেনদোর
C) কলিবঙ্গান
D) লোথাল


|< 1 >|