বিভিন্ন গুরুত্বপূর্ণ পুরস্কার
1)
নিন্মলিখিত কোন জন নোবেল পুরস্কার পান নি ?
A)
স্যার জগদীশ চন্দ্র বোস
B)
এস চন্দ্রশেখর
C)
ভি এস নইপাল
D)
হরগোবিন্দ খুরানা
উত্তর:-
স্যার জগদীশ চন্দ্র বোস
বিবরণ:-
2)
নীচের মধ্যে কোন্টি ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার?
A)
পদ্মশ্রী
B)
ভারতরত্ন
C)
পদ্মভিভূষণ
D)
পদ্মভূষণ
3)
মরণোত্তর ভারত রত্ন প্রথম কে পেয়েছিলেন ?
A)
বি আর আম্বেডকার
B)
কে কামরাজ
C)
লালবাহাদুর শাস্ত্রী
D)
এম জি রামচন্দ্রন
উত্তর:-
লালবাহাদুর শাস্ত্রী
বিবরণ:-
4)
প্রথম ভারতীয় যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, তিনি হলেন
A)
রবীন্দ্রনাথ ঠাকুর
B)
সি ভি রমণ
C)
জে সি বোস
D)
সুভাষ চন্দ্র বোস
উত্তর:-
রবীন্দ্রনাথ ঠাকুর
বিবরণ:-
5)
ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান হচ্ছে:
A)
ভারতরত্ন
B)
পরমবীর চক্র
C)
অশোক চক্র
D)
শৌর্য চক্র
উত্তর:-
পরমবীর চক্র
বিবরণ:-
6)
রবীন্দ্রনাথ ঠাকুর কীসের জন্য নোবেল পুরস্কার পান?
A)
সমাজসেবার জন্য
B)
গীতাঞ্জলি লেখার জন্য
C)
তিনি ভালো কবিতা লিখতেন বলে
D)
তিনি ভালো গদ্য লিখতেন বলে
উত্তর:-
গীতাঞ্জলি লেখার জন্য
বিবরণ:-
7)
রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রথম কে লাভ করেন?
A)
বিশ্বনাথন আনন্দ
B)
শচীন তেন্ডুলকর
C)
লিয়েন্ডার পেজ
D)
অঞ্জলি ভগত
উত্তর:-
বিশ্বনাথন আনন্দ
বিবরণ:-
8)
দ্রোণাচার্য পুরস্কার কাদের দেওয়া হয় ?
A)
যে কোনো খেলার সেরা পারফরমারকে
B)
ধনুর্বিদ্যা
C)
ভারতীয় খেলাধূলা
D)
খেলাধূলা প্রশিক্ষণ-দক্ষতা
উত্তর:-
খেলাধূলা প্রশিক্ষণ-দক্ষতা
বিবরণ:-
9)
নিম্নে উল্লেখিত কোন ব্যক্তি ভৌত বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন?
A)
জে সি বোস
B)
হরগোবিন্দ খুরানা
C)
এস চন্দ্রশেখর
D)
অমর্ত্য সেন
উত্তর:-
এস চন্দ্রশেখর
বিবরণ:-
10)
বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ পুরস্কার কোনটি?
A)
আনন্দ পুরষ্কার আনন্দ পুরস্কার
B)
সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার
C)
সরস্বতী সম্মান
D)
জ্ঞানপীঠ পুরস্কার
উত্তর:-
জ্ঞানপীঠ পুরস্কার
বিবরণ:-
11)
ভারতরত্ন পুরস্কার কত সাল থেকে দেয়া হয়?
A)
1951
B)
1954
C)
1957
D)
কোনোটিই নয়
12)
প্রতিবছর কোন দিনটিতে নোবেল পুরস্কার বিতরণ করা হয় ?
A)
10 ডিসেম্বর
B)
11 ডিসেম্বর
C)
12 ডিসেম্বর
D)
15 নভেম্বর
উত্তর:-
10 ডিসেম্বর
বিবরণ:-
13)
কোন ভারতীয় প্রথম ভারতরত্ন পুরস্কার পান?
A)
চক্রবর্তী রাজা গোপালাচারী
B)
জওহরলাল নেহরু
C)
রাজেন্দ্র প্রসাদ
D)
সর্বপল্লী রাধাকৃষ্ণণ
উত্তর:-
চক্রবর্তী রাজা গোপালাচারী
বিবরণ:-
14)
অমর্ত্য সেন কোন বছর নোবেল পুরস্কার পান--
A)
১৯৩০
B)
১৯৬৮
C)
১৯৯৮
D)
১৯১৩
15)
1998 সালে অমর্ত্য সেন নোবেল পুরস্কার পেয়েছেন, বিষয় কি ছিল?
A)
রসায়নে
B)
অর্থনীতিতে
C)
শান্তিতে
D)
সাহিত্যে
উত্তর:-
অর্থনীতিতে
বিবরণ:-
16)
কবে থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় ?
A)
1960 খ্রিস্টাব্দে
B)
1969 খ্রিস্টাব্দে
C)
1965 খ্রিস্টাব্দে
D)
1967 খ্রিস্টাব্দে
উত্তর:-
1969 খ্রিস্টাব্দে
বিবরণ:-
17)
হর গোবিন্দ খোরানা কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান--
A)
১৯৯৮
B)
১৯৩০
C)
১৯৬৮
D)
১৯৭৫
18)
1928 সালে হরগোবিন্দ খুরানা জীববিদ্যায় নোবেল পুরস্কার পান কোন বিষয়ের উপর ?
A)
জেনেটিভ কোড
B)
মলিকুলার বায়োলজি
C)
খুরানা লিমিট
D)
মাইক্রোবায়োলজি
উত্তর:-
জেনেটিভ কোড
বিবরণ:-
19)
জ্ঞানপিঠ পুরস্কার নিম্নলিখিত কোন ক্ষেত্রে দেওয়া হয়?
A)
সাহিত্য
B)
ইতিহাস
C)
সঙ্গীত
D)
নৃত্য
20)
বাংলার কোন লেখক প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান?
A)
রবীন্দ্রনাথ
B)
শরৎচন্দ্র
C)
তারাশঙ্কর
D)
বিভূতিভূষণ
উত্তর:-
তারাশঙ্কর
বিবরণ:-