সাহিত্য ও সাহিত্যিক

Show Important Question


1) গীতাঞ্জলি বইটি কার লেখা?
A) ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়
B) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
C) রবীন্দ্রনাথ ঠাকুর
D) মাইকেল মধুসূদন দত্ত

2) বাংলা গদ্যের জনক কে ছিলেন?
A) দ্বারকানাথ ঠাকুর
B) চন্দ্রশেখর দেব
C) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
D) হেনরী ভিভিয়ান ডিরোজিও

3) ‘নৌকাডুবি' পুস্তকটি কে রচনা করেছেন?
A) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
B) মুন্সি প্রেমচাঁদ
C) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
D) রবীন্দ্রনাথ ঠাকুর

4) Who was the author of "Pather Dabi" ? / “পথের দাবী”র লেখক কে ছিলেন?
A) Rabindranath Tagore/ রবীন্দ্রনাথ ঠাকুর
B) Sarat Chandra Chattopadhyay/ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
C) Satinath Bhaduri/ সতীনাথ ভাদুড়ি
D) Tarasankar Bandopadhyay/ তারাশংকর বন্দ্যোপাধ্যায়

5) ‘হাজার চুরাশির মা' গ্রন্থটি কার লেখা?
A) মহাশ্বেতা দেবী
B) রমাপদ চৌধুরী
C) সুনীল গঙ্গোপাধ্যায়
D) প্রেমেন্দ্র মিত্র

6) ‘বিষের বাঁশি’ কাব্যগ্রন্থটি কার লেখা?
A) রবীন্দ্রনাথ ঠাকুর
B) কাজী নজরুল ইসলাম
C) বিজন ভট্টাচার্য
D) সুকান্ত ভট্টাচার্য

7) ‘পাষাণপুরী’ উপন্যাসটি কার রচনা?
A) তারাশঙ্কর বন্দোপাধ্যায়
B) প্যারিচাঁদ মিত্র
C) রাজশেখর বসু
D) বনফুল

8) বনফুল কার ছদ্মনাম?
A) বলাই চাঁদ মজুমদার
B) বলাই চাঁদ চট্টোপাধ্যায়
C) বলাই চাঁদ মুখোপাধ্যায়
D) কোনোটিই নয়

9) ‘নীলকণ্ঠ' কার ছদ্মনাম ?
A) তরুণ রায়
B) কমল গুহ
C) অশোক গুপ্ত
D) দিপেন্দ্রনাথ সান্যাল

10) 'নীললোহিত’ কার একটি ছদ্মনাম ?
A) সুনীল গঙ্গোপাধ্যায়
B) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
C) নারায়ণ গঙ্গোপাধ্যায়
D) বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়

11) বেদুইন কার ছদ্মনাম ?
A) দেবেশ রায়
B) বীরেন ঘোষ
C) অশোক গুপ্ত
D) প্রমথ চৌধুরী

12) প্রমথ চৌধুরীর ছদ্মনাম কী ?
A) যাযাবর
B) বীরবল
C) জরাসন্ধ
D) নীলকণ্ঠ

13) ভানুসিংহ কার ছদ্মনাম ?
A) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
B) রবীন্দ্রনাথ ঠাকুর
C) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
D) মানিক বন্দ্যোপাধ্যায়

14) গুপ্ত কবি নিম্নের কোন লেখক এর ছদ্মনাম ?
A) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
B) ঈশ্বরচন্দ্র গুপ্ত
C) কবিতা সিংহ
D) ইন্দিরা দেবী

15) যাযাবর নিম্নের কার ছদ্মনাম ?
A) বিনয় মুখ্যোপাধ্যায়
B) লীলা মজুমদার
C) শ্যামল গঙ্গোপাধ্যায়
D) গোপালকৃষ্ণ ভট্টাচার্য

16) কালপেঁচা কার ছদ্মনাম ?
A) বিমল কুমার ঘোষ
B) বিনয় ঘোষ
C) রাধা কান্ত ঘোষ
D) কালীপ্রসন্ন সিংহ

17) “মৌমাছি” নিন্মের কার ছদ্মনাম--
A) বিমল মুখোপাধ্যায়
B) বিমল ঘোষ
C) রাজশেখর বসু
D) কোনোটিই নয়

18) ”পরশুরাম”-ছদ্মনামটির সাথে কার নাম জড়িত?
A) অমিতাভ চৌধুরীর
B) বিনয় মুখোপাধ্যায়ের
C) রাজশেখর বসুর
D) নীরেন্দ্রনাথ চক্রবর্তীর

19) ”টেকচাঁদ ঠাকুর” ছদ্মনামে পরিচিত ছিলেন কে?
A) অমিতাভ চৌধুরী
B) বিনয় মুখোপাধ্যায়
C) প্যারিচাঁদ মিত্র
D) রাজশেখর বসু

20) “হুতুম পেঁচা”-ছদ্মনামে পরিচিত কে?
A) প্রফুল্ল লাহিড়ী
B) দেবেশ চন্দ্র রায়
C) কালীপ্রসন্ন সিংহ
D) নারায়ণ গাঙ্গুলী