অনুপাত ও সমানুপাত
1)
অজয় এবং বিজয়ের বয়সের অনুপাত হল ৩ : ৪। পাচ বছর পর তাদের বয়সের অনুপাত দাঁড়াবে ৪ : ৫। বর্তমানে বিজয়ের বয়স কত?
A)
১৫ বছর
B)
১৮ বছর
C)
২০ বছর
D)
২৪ বছর
2)
একটি বাক্সে 1 টাকা, 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা সংখ্যার অনুপাত 1: 2: 4। ওই বাক্সে 393 টাকা থাকলে মোট কতগুলি মুদ্রা আছে?
A)
1001
B)
915
C)
895
D)
917
3)
কিছু টাকা a ও b-এর মধ্যে 5:3 অনুপাতে ভাগ করায় b অপেক্ষা a 20 টাকা কম পায়। দুজনের মধ্যে কত টাকা ভাগ করা হয়েছিল
A)
100 টাকা
B)
60 টাকা
C)
80 টাকা
D)
40 টাকা
4)
A ও b এর অনুপাত হচ্ছে 5:7. A এর মান 185 হলে, B হবে
A)
129
B)
239
C)
259
D)
379
5)
একটি ক্লাসে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 7: 4 । যদি ক্লাসটিতে 84 জন ছাত্র থাকে, তাহলে ওই ক্লাসের মোট পড়ুয়ার সংখ্যা হল:
A)
132
B)
126
C)
136
D)
144
6)
দুটি সংখ্যা যথাক্রমে একটি তৃতীয় সংখ্যার থেকে 20% ও 50% বেশী। সংখ্যা দুটির অনুপাত কত?
A)
2:3
B)
3:5
C)
4:5
D)
6:7
7)
দুটি সংখ্যার অনুপাত হল 3 : ৪ এবং তাদের অন্তর 115। দুটি সংখ্যার মধ্যে বৃহত্তমটি হল:
A)
115
B)
184
C)
230
D)
240
8)
A,B ও C এর মাসিক বেতনের অনুপাত 2:3:5 । যদি তাদের বেতন যথাক্রমে 15%,10% এবং 20% বৃদ্ধি পায় তবে তাদের নতুন বেতনের অনুপাত কত হবে ?
A)
3:6:10
B)
23:33:60
C)
21:3:60
D)
23:35:60
9)
1170 পয়সায় এক টাকা, পঞ্চাশ পয়সা ও পাচ পয়সা 3 : 5 : 7 অনুপাতে রয়েছে। তাহলে মোট কটি 50 পয়সার মুদ্রা রয়েছে ?
A)
6
B)
10
C)
14
D)
20
10)
750 কে তিন অংশে এমন ভাগে ভাগ কর যাতে তাদের অনুপাত হয় 4:5:6।
A)
150; 250; 300
B)
100; 200; 300
C)
50; 100; 150
D)
200; 250; 300
উত্তর:-
200; 250; 300
বিবরণ:-
11)
50 মিলি ও 2 লিটারের অনুপাত কত?
A)
1 : 20
B)
1: 25
C)
1 : 40
D)
1 : ৪0
12)
দুটি সংখ্যার অনুপাত 7:11। যদি দুটি সংখ্যাতেই 7 যোগ করা হয় তাহলে সংখ্যা দুটির অনুপাত হয় 2:3। তাহলে ছোট সংখ্যাটি হচ্ছে
A)
39
B)
49
C)
66
D)
77
13)
A এবং B–এর বর্তমান বয়সের অনুপাত 2:3। দশ বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 3:4। তবে A ও B–এর বর্তমান বয়স কত?
A)
30, 40
B)
28, 42
C)
20, 30
D)
কোনোটিই নয়
14)
কিছু টাকা রাম, শ্যাম এবং যদু নিজেদের মধ্যে ২ : ৩ : ৭ অনুপাতে ভাগ করে নিল। রাম ও শ্যাম একত্রে যদুর চেয়ে ১৫০০ টাকা কম পেল। রাম কত টাকা পেল?
A)
2000
B)
1500
C)
1200
D)
2500
15)
ক্রিকেট খেলায় সৌরভ, শচীন ও রাহুল সর্বমোট ২৮০ রান করলো। সৌরভ ও শচীনের রানের অনুপাত ২ : ৩, শচীন ও রাহুলের রানের অনুপাত ৩ : ২ হলে প্রত্যেকে কে কত রান করে?
A)
৬০, ৯০, ১২০
B)
৮০, ১২০, ৮০
C)
৯০, ১০০, ৯০
D)
১০০, ৮০, ১০০
উত্তর:-
৮০, ১২০, ৮০
বিবরণ:-
16)
একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত হচ্ছে ২ : ৩ : ৪ কোণগুলো কত?
A)
৮০° ,১২০°, ১৬০°
B)
৪০°, ৬০°, ৮০°
C)
৩০°, ৪৫°, ১৫°
D)
৫০°, ৩০°, ৯০°
উত্তর:-
৪০°, ৬০°, ৮০°
বিবরণ:-
17)
একটি স্কুলে ছাত্রছাত্রীর অনুপাত ৩ : ৭। স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা ১৫০ হলে, ছাত্র সংখ্যা কত?
A)
৪৫
B)
৭৫
C)
৯০
D)
১০৫
18)
রাম ও রহিমের বর্তমান বয়সের সমষ্টি 55 বছর। 10 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 4:3 । রহিমের বর্তমান বয়স নির্ণয় করো ।
A)
30
B)
35
C)
25
D)
15
19)
রাম ও হরির বয়সের অনুপাত 3:4। হরি ও যদুর বয়সের অনুপাত 12:13। তাহলে রাম ও যদুর বয়সের অনুপাত কত?
A)
7:11
B)
7:9
C)
9:13
D)
7:3
20)
একটি থলিতে 1 টাকা, 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 256 টাকা আছে। ঐ মুদ্রাগুলির অনুপাত 4:5:6 হলে, 25 পয়সার মুদ্রার সংখ্যা কত?
A)
80
B)
128
C)
192
D)
160