সুদকষা

Show Important Question


1) 12 শতাংশ বার্ষিক যৌগিক সুদের হারে 6000 টাকার দুবছরের সুদ কত হবে ?
A) 1526 টাকা
B) 1772 টাকা
C) 1886 টাকা
D) 2072 টাকা

2) যখন সুদের হার কমে বার্ষিক 13% থেকে 12.5% হয় তখন 104 টাকা ক্ষতি হয় বার্ষিক রোজগারে। মূলধন কত ছিলো?
A) 20800 টাকা
B) 21200 টাকা
C) 22400 টাকা
D) 23200 টাকা

3) কোনো আসল 5 বছরে চক্রবৃদ্ধি সুদে দ্বিগুন হয়। তবে আটগুণ হতে কত সময় লাগবে ?
A) 25
B) 20
C) 15
D) 10

4) এক ব্যক্তি একটি গরু কিনলেন 3,000 টাকা এবং ওইদিনই গরুটিকে বিক্রি করলেন 3,600 টাকা তবে ক্রেতাকে 2 বছর সময় দিলেন মুল্য চুকোনোর জন্য। যদি সুদের হার বার্ষিক 10% হয় তাহলে ব্যক্তির লভ্যাংশ হবে:
A) 0%
B) 5%
C) 7.5%
D) 10%

5) কোনো টাকা 2 বছরে 8820 এবং 3 বছরে 9261 টাকা হয় একই চক্রবৃদ্ধি সুদের হারে। সুদের হার কত?
A) 4%
B) 5%
C) 6%
D) 8%

6) বার্ষিক 6% হারে 18 মাসে 2,000 টাকার সরল সুদ কত হবে?
A) 120 টাকা
B) 180 টাকা
C) 216 টাকা
D) 240 টাকা

7) কোনো নির্দিষ্ট পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদে 3 বছরে 8 গুন হয়। সুদের হার কত?
A) 50%
B) 80%
C) 100%
D) 150%

8) অঙ্কুশ 1000 টাকা বিনিয়োগ করেন ও 6% বার্ষিক সরল সুদের হারে X বছর পর 1300 টাকা পান। X-এর মান কত?
A) 2 বছর
B) 3 বছর
C) 4 বছর
D) 5 বছর

9) বার্ষিক 5% সরল সুদে 500 টাকার 6 বছর পর সুদ আসল কত হবে?
A) 150 টাকা
B) 500 টাকা
C) 650 টাকা
D) 550 টাকা

10) কোনো আসল ২০ বছরে সুদে - মূলে দ্বিগুণ হলে কত বছরে সুদে-মূলে তিনগুণ হবে?
A) ৩০ বছরে
B) ২৫ বছরে
C) ৪০ বছরে
D) ৬০ বছরে

11) বার্ষিক কত হার সরল সুদে কোনো আসল 6 বছরে বেড়ে আসলের 75% হবে –
A) 15%
B) 12.5%
C) 12%
D) 10.5%

12) শতকরা বার্ষিক কত টাকা হার সুদে 5 বছরের 400 টাকার সুদ 140 টাকা হবে?
A) 6
B) 7
C) 8
D) 9

13) সরল সুদের হার শতকরা কত টাকা হলে, যে কোন মূলধন 8 বছরে সুদে আসলে তিনগুণ হবে?
A) 20%
B) 25%
C) 15%
D) 30%

14) শতকরা বার্ষিক কত হার সুদে কোন মুলধন ২৫ বছরে ৩ গুন হবে?
A) 6
B) 7
C) 8
D) 9

15) শতকরা ২০টাকা হারে সুদে কোন মুলধন কত বছরে আসলের দ্বিগুন হবে?
A) 3
B) 5
C) 6
D) 8

16) কোন আসলের 5 % হারে দু'বছরের জন্য সাধারণ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এর পার্থক্য হলো 12 টাকা ।আসল কত ?
A) 5000
B) 4200
C) 4800
D) 5200

17) A, b কে 2500 টাকা ও c কে কিছু টাকা 7 % সরল সুদের হারে ধার দিল । যদি a , 4 বছর পরে b ও c দুজনের কাছ থেকে মোট 1120 টাকা সুদ পায় তবে a, c কে কত টাকা ধার দিয়েছিল ?
A) Rs 700
B) Rs 1500
C) Rs 6520
D) Rs 4000

18) সমহারে 300 টাকার 4 বছরের সরল সুদ এবং 600 টাকার 3 বছরের সরল সুদ একত্রে 150 টাকা হলে সুদের হার কত ?
A) 4%
B) 5%
C) 6%
D) 8%

19) এক ব্যক্তি 24250 টাকা ব্যাংক থেকে ঋণ নেয় এবং 9 বছর পর তাকে আসলের 162% সুদ দিতে । ব্যাঙ্ক কত সুদের হারে ঋণ দিয়েছিল ?
A) 15%
B) 16%
C) 17%
D) 18%

20) একটি নির্দ্দিষ্ট অঙ্কের টাকার বার্ষিক 20% সুদের হারে 2 বছরের জন্য সরল ও চক্রবৃদ্ধি সুদের তফাৎ হচ্ছে 48 টাকা। তাহলে আসলটি হচ্ছে
A) 1000 টাকা
B) 1200 টাকা
C) 1500 টাকা
D) 2000 টাকা