গণিত থেকে আরো প্রশ্ন

Show Important Question


1) একটি সৈন্যশিবিরে 4000 সৈন্যের 190 দিনের খাদ্য মজুত ছিল। 30 দিন পর 800 সৈন্য শিবির ছেড়ে চলে গেল। বাকি সৈন্যের জন্য কত দিনের খাদ্য মজুত থাকবে?
A) 175 দিন
B) 200 দিন
C) 225 দিন
D) 250 দিন

2) 2টি লেবু, 3টি কলা ও 4টি আপেলের মোট দাম rs. 15.00 এবং 3টি লেবু 2টি কলা ও 1টি আপেলের মোট দাম rs. 10.00 তবে 3টি লেবু, 3টি কলা ও 3টি আপেলের মোট দাম হবে
A) Rs. 12.00
B) Rs. 16.00
C) Rs. 20.00
D) Rs. 15.00

3) এক ব্যক্তির কাছে কিছু লেবু রয়েছে বাক্সে ভর্তি করার জন্য। যদি তিনি 4, 5 বা 6 টি করে লেবু একটি বাক্সে রাখেন তাহলে 1 টি লেবু বাকি থাকে। আবার তিনি যদি প্রত্যেকটি বাক্সে 7 টি করে লেবু রাখেন তাহলে কোন লেবু পড়ে থাকে না। ওই ব্যক্তির কাছে কতগুলি লেবু ছিল ?
A) 301
B) 309
C) 105
D) 4055

4) A এবং B কাছে মোট 147 টাকা আছে। B ও C কাছে মোট 173 টাকা রয়েছে এবং C ও A কাছে 150 টাকা আছে। A কাছে কত টাকা আছে ?
A) 67
B) 70
C) 62
D) 60

5) রসিক 20 মিটার উত্তরে যায়। তারপর ডানদিকে ঘুরে যে যায় আরও 30 মিটার। এরপরে আবার ডানদিকে ঘুরে 35 মিটার হাঁটে। তারপর বাঁদিকে ঘুরে 15 মিটার এবং আবার বাঁদিকে ঘুরে 15 মিটার হাঁটে। তাহলে সে কোন দিকে এবং তার হাঁটা শুরুর স্থান থেকে কত দুরে ?
A) 15 মিটার পশ্চিমে
B) 45 মিটার পূর্বে
C) 30 মিটার পশ্চিমে
D) 30 মিটার পূর্বে

6) এক ব্যক্তি পশ্চিমের দিকে মুখ করে দাড়িয়ে রয়েছে। এরপর সে ঘড়ির কাঁটার দিকে 45° ঘুরে যায়। তারপর আবার ঘড়ির কাঁটার দিকেই 180° এবং এরপর 270° ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরেন। তাহলে ব্যক্তিটি কোন দিকে মুখ করে দাড়িয়ে রয়েছেন?
A) পশ্চিম
B) দক্ষিণ
C) দক্ষিণ-পশ্চিম
D) উত্তর-পশ্চিম

7) এক বর্গকিলোমিটার কত বর্গমিটারের সমান হয় ?
A) 100 বর্গ মিটার
B) 150 বর্গমিটার
C) 10 লক্ষ বর্গমিটার
D) 150 লক্ষ বর্গমিটার

8) ঘড়িতে যখন 4.40 বাজবে তখন ঘন্টা ও মিনিটের কাঁটা যে কোণ তৈরি করবে:
A) 140°
B) 100°
C) 240°
D) 110°

9) একব্যক্তি 12km পশ্চিমে গেলেন, তারপর 3km দক্ষিণে এবং তারপর ৪km পূর্বে। প্রারম্ভিক বিন্দু থেকে তিনি কতদূরে অবস্থিত?
A) 23km
B) 20km
C) 15km
D) 5 km

10) 0.5 x 0.05 =?
A) 0.25
B) 25
C) 0.0025
D) 0.025

11) লিপ ইয়ারে কত দিন থাকে ?
A) 367
B) 366
C) 364
D) 365

12) এক ঘণ্টা কত সেকেন্ডের সমান?
A) 3500 সেকেন্ড
B) 3600 সেকেন্ড
C) 3700 সেকেন্ড
D) 3800 সেকেন্ড

13) ঘড়িতে 9-30 সময় হলে ঘড়ির কাটা দুটির মধ্যে কত কোণ হবে?
A) 75°
B) 80°
C) 90°
D) 105°

14) একটি গাড়ির ফুয়েল ইন্ডিকেটর দেখাচ্ছে যে গাড়িটির তেলের ট্যাঙ্কের 1/5 অংশ ভর্তি। যখন আরও 22 লিটার তেল ওই ট্যাঙ্কে ভরা হল তখন ইন্ডিকেটর দেখালো যে তেলের ট্যাঙ্কের তিন-চতুর্থাংশ ভর্তি। তেলের ট্যাঙ্কের মোট ক্ষমতা কত ?
A) 30 লিটার
B) 40 লিটার
C) 36 লিটার
D) 28 লিটার

15) এক মিটার কত সেন্টিমিটারের সমান?
A) 10 সেমি
B) 100 সেমি
C) 1000 সেমি
D) 10000 সেমি

16) একটি ঘড়িতে ঘন্টার কাঁটা 12 ঘন্টায় যে কোণ তৈরি করে:
A) 360°
B) 180°
C) 90°
D) 30°

17) (402 - 302) = 10 x ?
A) 60
B) 70
C) 80
D) 90

18) 12 + 22 + 32 + 42 + 52 =?
A) 45
B) 50
C) 55
D) 60

19) যদি একটি ভগ্নাংশের লবের 20% বৃদ্ধি করা হয় এবং হর কমানো হয় 10% তাহলে ভগ্নাংশটির মান হয় 16/21 তাহলে ভগ্নাংশটি প্রথমে ছিল:
A) 3/5
B) 4/7
C) 2/3
D) 5/7

20) যদি a এবং b পূর্ণ সংখ্যা হয়, তাহলে যেমন ab = 121, তাহলে (a - 1)b+1 = ?
A) 100
B) 900
C) 1000
D) 1210