সময় এবং দূরত্ব

Show Important Question


1) ২৮০ মিটার লম্বা একটি রেলগাড়ি ঘণ্টায় ৬৩ কিমি বেগে চলছে, কতক্ষণে একটি গাছকে অতিক্রম করে থাকে ?
A) ১৫ সেকেন্ড
B) ১৬ সেকেণ্ড
C) ১৮ সেকেন্ড
D) ২০ সেকেণ্ড

2) দুটি ট্রেন বিপরীতমুখে যাচ্ছে যথাক্রমে 60 কিমি/প্রতি ঘন্টা এবং 90 কিমি/ প্রতি ঘন্টা গতিবেগে। তাদের দৈর্ঘ্য যথাক্রমে 1.10 কিমি এবং 0.9 কিমি। ধীরে চলা ট্রেনটি দ্রুতগতির ট্রেনটিকে অতিক্রম করতে যত সেকেন্ড নেবে, তা হলো:
A) 36 সেকেন্ড
B) 45 সেকেন্ড
C) 4৪ সেকেন্ড
D) 49 সেকেন্ড

3) 240 মিটার, লম্বা একটি ট্রেন 120 মিটার লম্বা একটি সেতুকে 24 সেকেন্ড অক্রিম করে। ট্রেনটির গতিবেগ কত?
A) 45 কিমি/ঘ.
B) 54 কিমি/ঘ.
C) 36 কিমি/ঘ.
D) 42 কিমি/ঘ.

4) একজন ব্যক্তি 4 ঘন্টা ধরে চললেন। অর্ধেক পথ তিনি গেলেন বাসে 40 কিমি প্রতি ঘন্টায় ও বাকি পথ তিনি গেলেন স্কুটারে ঘন্টায় 30 কিমি গতিতে। তিনি মোট কতখানি দূরত্ব অতিক্রম করেছিলেন ?
A) 17.5 কিমি
B) 37.14 কিমি
C) 137.14 কিমি
D) 117.5 কিমি

5) একজন অ্যাথলিট 200 মিটার দৌড়ায় 24 সেকেন্ডে। তার গতি হল:
A) 20 কিমি/প্রতি ঘন্টা
B) 24 কিমি/প্রতি ঘন্টা
C) 28.5 কিমি/প্রতি ঘন্টা
D) 30 কিমি/প্রতি ঘন্টা

6) একটি ট্রেন 15 সেকেন্ডে একটি পোস্টকে অতিক্রম করে এবং 100 মিটার লম্বা প্লাটফর্ম অতিক্রম করে 25 সেকেন্ডে। ট্রেনের দৈর্ঘ্য কত?
A) 140 মিটার
B) 145 মিটার
C) 150 মিটার
D) 160 মিটার

7) এক ব্যক্তি ঘণ্টায় 4 কিমি গতিতে হেঁটে গন্তব্যে পৌঁছায় এবং ঘণ্টায় 5 কিমি গতিতে ঘোড়ায় চড়ে ফিরে আসে। তার যাত্রাপথে মোট 9 ঘণ্টা সময় লাগলে গন্তব্যস্থলের দূরত্ব কত?
A) 20 কিমি
B) 25 কিমি
C) 18 কিমি
D) 15 কিমি

8) যদি একটি বাস 135 কিমি যায় 3 ঘন্টায়, তাহলে একই গতিতে 200 কিমি যেতে বাসটির কত সময় লাগবে ?
A) 3.22 ঘন্টা
B) 3.44 ঘন্টা
C) 4.22 ঘন্টা
D) 4. 44 ঘন্টা

9) একটি গাড়ির গতি প্রতি ঘন্টায় 10 কিলোমিটার বৃদ্ধি করলে যাত্রার সময় কমে যায় 30 মিনিট। যাত্রাপথের মোট দৈর্ঘ্য 100 কিলোমিটার। গতি বৃদ্ধির আগে গাড়িটির গতি কত ছিল?
A) 40 কিমি/প্রতি ঘন্টা
B) 50 কিমি/প্রতি ঘন্টা
C) 30 কিমি/প্রতি ঘন্টা
D) 25 কিমি/প্রতি ঘন্টা

10) স্থির জলে একটি নৌকার বেগ 8 কিমি/ঘন্টা। প্রতিকূলে 16.5 কিমি যেতে নৌকাটি ঘণ্টা সময় নেয়, স্রোতের বেগ নির্ণয় কর।
A) 1.8 কিমি/ঘন্টা
B) 2.5 কিমি/ঘন্টা
C) 3.5 কিমি/ঘন্টা
D) 1.5 কিমি/ঘন্টা

11) একটি নৌকা স্রোতের প্রতিকুলে 30 মিনিটে যায় 2 কিমি এবং স্রোতের অনুকুলে 2 ঘণ্টা 20 মিনিটে যায় 14 কিমি। স্রোতের গতি ঘণ্টায় কত?
A) 1 কিমি/ঘ.
B) 1.5 কিমি/ঘ.
C) 2 কিমি/ঘ.
D) 2.5 কিমি/ঘ,

12) যদি একটি গাড়ি 120 কিমি প্রতি ঘন্টা গতিতে চলে তাহলে 15 মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে ?
A) 20 কিমি
B) 30 কিমি
C) 40 কিমি
D) 50 কিমি

13) এক ব্যক্তি তার যাত্রাপথের অর্ধেক 6 কিমি/প্রতি ঘন্টা এবং বাকি অংশ 3 কিমি/প্রতি ঘন্টায় অতিক্রম করে। ব্যক্তিটির গড় গতি ছিল:
A) 3 কিমি/প্রতি ঘন্টা
B) 4 কিমি/প্রতি ঘন্টা
C) 4.5 কিমি/প্রতি ঘন্টা
D) 9 কিমি/প্রতি ঘন্টা

14) দুটি ট্রেন, প্রতিটি 200 মিটার লম্বা, সমান গতিতে বিপরীত দিকে গতিশীল অবস্থায় 10 সেকেন্ড সময়ে পরস্পরকে অতিক্রম করে। ট্রেন দুটির গতি হল
A) 18 কিমি/ঘন্টা
B) 36 কিমি/ঘন্টা
C) 20 কিমি/ঘন্টা
D) 72 কিমি/ঘন্টা

15) এক ব্যক্তি একটি নৌকা করে স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 4 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব 6 ঘণ্টায় অতিক্রম করে ।যদি স্রোতের বেগ 2 কিমি/ ঘণ্টা হয় তবে স্থির জলে নৌকার বেগ কত ?
A) 5 কিমি/ ঘণ্টা
B) 6 কিমি/ ঘণ্টা
C) 10 কিমি/ ঘণ্টা
D) 12 কিমি/ ঘণ্টা

16) একজন লোক ঘণ্টায় 10 কিমি বেগে স্থির জলে নৌকা চালাতে পারে । যখন স্রোতের দিকে চলে তখন 1 কিমি যায় 5 মিনিটে। স্রোতের বেগ এর পরিমান ঘন্টায় কত কিমি ?
A) 3
B) 8
C) 2
D) 5

17) তিনটি গাড়ির গতিবেগের অনুপাত 2:3:4। একই দূরত্ব অতিক্রম করতে তিনটি গাড়ির যত সময় লাগবে তার অনুপাত কত ?
A) 2:3:4
B) 4:3:6
C) 3:4:6
D) 6:4:3

18) 25 মিটার লম্বা একটি ট্রেন 30 কিমি/ঘন্টা বেগে চলে। একটি টেলিফোন পোস্টকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে ?
A) 4 সেকেন্ড
B) 5 সেকেন্ড
C) 6 সেকেন্ড
D) 3 সেকেন্ড

19) 15 কিলোমিটার দূরত্বে থাকা দুজন ব্যক্তি A ও B যখন একে অপরের দিকে আসে তখন 30 মিনিট পর মিলিত হয় আর যখন তারা একই দিকে রওনা দেয় তখন 2 ঘন্টা 30 মিনিট পর মিলিত হয় । দ্রুততম ব্যক্তির গতিবেগ কত ?
A) 15 কিমি/ ঘন্টা
B) 18 কিমি/ ঘন্টা
C) 10 কিমি/ ঘন্টা
D) 8 কিমি/ ঘন্টা

20) একটি ট্রেন 48 কিমি/ঘন্টা গতিবেগে 250 মিটার লম্বা একটি প্লাটফর্ম 30 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য কত?
A) 150 মিটার
B) 160 মিটার
C) 140 মিটার
D) 145 মিটার