স্রোতের অংক

Show Important Question


1) একটি নৌকা স্রোতের প্রতিকূলে ৬ ঘন্টায় ২৪ কিমি এবং স্রোতের অনুকূলে ৪ ঘন্টায় একই দুরত্ব অতিক্রম করে। স্রোতের গতিবেগ কত?
A) ০.৫ কিমি/ঘন্টা
B) ১ কিমি/ঘন্টা
C) ২ কিমি/ঘন্টা
D) ২.৫ কিমি/ঘন্টা

2) এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা বেয়ে ঘন্টায় ১০ কিমি বেগে চলে কোন স্থানে গেল এবং ঘন্টায় ৬ কিমি বেগে স্রোতের প্রতিকূলে চলে যাত্রারম্ভের স্থানে ফিরে এল। যাতায়াতে তার গড় গতিবেগ কত?
A) ৭ কি.মি.
B) ৭.৫ কি.মি.
C) ৮ কি.মি.
D) ৮.৫ কি.মি.

3) নৌকা ও স্রোতের বেগ যথাক্রমে ১০ ও ৫ কিঃমিঃ। নদী পথে ৪৫ কিঃমিঃ দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘণ্টা সময় লাগবে?
A) ৯ ঘন্টা
B) ১২ ঘন্টা
C) ১০ ঘন্টা
D) ১৮ ঘন্টা

4) দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় যায় ১৫ কিমি এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় যায় ৫ কিমি। স্রোতের বেগ নির্নয় কর?
A) ৫ কিমি/ঘন্টা
B) ৬ কিমি/ঘন্টা
C) ৭ কিমি/ঘন্টা
D) ৮ কিমি/ঘন্টা

5) A boat is rowed down stream at 35 Km./hr. and up stream at 17 km./hr. Find the speed of the stream. / একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 35 কিলোমিটার ও স্রোতের প্রতিকূলে ঘন্টায় 17 কিলোমিটার বেগে চলতে পারে । স্রোতের গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার ?
A) 4 km./hr./ 4
B) 9 km./hr./ 9
C) 6 km./hr./ 6
D) 7 km./hr./ 7