আলো

Show Important Question


81) আলোর প্রতিসরণের জন্য দায়ী-----
A) আলোক রশ্মির বর্ণ
B) আলোক রশ্মির প্রকৃতি
C) বিভিন্ন মাধ্যমে আলোর গতিবেগ
D) কোনোটিই নয়

82) কাচের জানালায় ফাটল ধরলে ওই স্থান চকচক করে এর কারন হল--
A) আলোর বিক্ষিপ্ত প্রতিফলন
B) আলোর প্রতিসরণ
C) আলোর নিয়মিত প্রতিফলন
D) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন

83) কোন দর্পণ থেকে একটি বস্তুর দূরত্ব ৪ সেমি হলে প্রতিবিম্ব থেকে বস্তুর দূরত্ব কত হবে?
A) ৪ সেমি
B) 12 সেমি
C) 16 সেমি
D) 4 সেমি

84) আলোর প্রতিসরণে আপাতন কোণের মান কত হলে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না?
A) 30°
B)
C) 45°
D) 60°

85) সাদা আলোর বর্ণালী তে যে রঙের আলোর চ্যুতি সর্বোচ্চ হয়
A) লাল
B) হলুদ
C) নীল
D) বেগুনি

86) সবুজ আলোতে একটি লাল ফুলকে কোন রঙের দেখাবে--
A) লাল
B) নীল
C) কালো
D) বাদামি

87) আলোক তরঙ্গ হলো নিম্নের কোনটি ?
A) যান্ত্রিক তরঙ্গ
B) অনুদৈর্ঘ্য তরঙ্গ
C) তড়িৎ চুম্বকীয় তরঙ্গ
D) ওপরের কোনোটিই নয়

88) পার্শ্বীয় পরিবর্তন কোন ধরনের দর্পণে ঘটে থাকে?
A) উত্তল দর্পণ
B) অবতল দর্পণ
C) সমতল দর্পণ
D) অমসৃণ দর্পণ

89) আকাশের রং নীল এর কারণ কী?
A) নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি
B) নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য কম
C) বায়ুর নীল স্তরে আছে
D) নীল বর্ণ হল প্রাথমিক বর্ণ

90) মরীচিকা কিসের উদাহরণ?
A) আলোকের তরঙ্গধর্ম
B) আলোকের ব্যতিচার
C) আলোকের প্রতিফলন
D) আলোকের আভ্যন্তরীন পূর্ণ প্রতিফলন

91) নিম্নের কোনটি প্রাথমিক বর্ণ নয়--
A) লাল
B) কমলা
C) সবুজ
D) নীল

92) বাড়িতে আয়না আমরা যে প্রতিবিম্ব দেখি তার প্রকৃতি কিরূপ?
A) সদ
B) অসদ
C) সদ ও অসদ উভয়ই
D) কোনোটিই নয়

93) Short-sight defect could be corrected by a / নিকট দৃষ্টি সম্পন্ন ত্রুটি ঠিক করা যাবে
A) Convex lens/ উত্তল লেন্স দ্বারা
B) Concave Lens/ অবতল লেন্স দ্বারা
C) Converging lens/ অভিসারী লেন্স দ্বারা
D) None of the above/ উপরের কোনোটিই নয়

94) Red + Green + Blue = ? / লাল + সবুজ + নীল = ?
A) White/ সাদা
B) Black/ কালো
C) Maroon/ মেরুন
D) Blue/ নীল

95) 'Red' is used as a danger signal because / 'লাল' বিপদ সংকেত হিসেবে ব্যবহার করার কারণ —
A) blood is red./ রক্তের রং লাল
B) red light is scattered least by the air molecules./ বাতাসের অণু লাল আলোকে সবথেকে কম বিক্ষিপ্ত করে
C) red colour is easily available./ লাল রং সহজলভ্য
D) red colour is soothing for eye./ লাল রং চোখের ক্ষেত্রে সুখকর

96) The image formed by a plane mirror is — / সমতল দর্পণের প্রতিবিম্ব হয় —
A) real and erect/ সদবিম্ব এবং খাড়া
B) virtual and inverted/ অসদ বিম্ব এবং উল্টানো
C) virtual and erect/ অসদ বিম্ব এবং খাড়া
D) real and inverted/ সদ বিম্ব এবং উল্টানো

97) Optical fiber works on the / অপটিক্যাল ফাইবারের কার্যনীতি কী ?
A) Principle of Refraction/ প্রতিসরণ
B) Total Internal Reflection/ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
C) Scattering/ বিক্ষেপ
D) Reflection/ প্রতিফলন