লাভ-ক্ষতি

Show Important Question


21) এক ব্যাক্তি x টাকায় একটি জিনিস কিনে 750 টাকায় বিক্রি করে এবং তার লাভ হয় 25%। x এর মান কত?
A) 600
B) 650
C) 500
D) 550

22) কোন একটি বস্তুর ক্ষেত্রে যদি ছাড়ের পরিমাণ 25% হয় তাহলে লাভের পরিমাণ 25% হয় ।যদি ছাড়ের পরিমাণ 10% হয় তবেই লাভের পরিমাণ কত হবে?
A) 30%
B) 40%
C) 50%
D) 60%

23) একজন ব্যবসায়ী একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রি করে। যদি তিনি 200 টাকা বেশী দামে বিক্রি করতেন তাহলে তার 5% লাভ হয়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
A) 800
B) 600
C) 640
D) 840

24) একটি দ্রব্যের ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্যের অনুপাত 20:21 । লাভের শতকরা পরিমাণ কত?
A) 3%
B) 10%
C) 11%
D) কোনটিই নয়

25) 35% ছাড় দিয়ে কোন বস্তুর বিক্রয়মূল্য 26,000 টাকা । যদি ছাড়ের পরিমাণ 15% হয়, তাহলে বিক্রয়মূল্য কত টাকা হবে ?
A) 36000 টাকা
B) 40000 টাকা
C) 38000 টাকা
D) 34000 টাকা

26) কোন বস্তুর 3/5 অংশ বিক্রি করে 8% লাভ হল এবং বাকি অংশ বিক্রি করে 5% ক্ষতি হল। মোটের উপর 700 টাকা লাভ হলে মোট ক্রয়মূল্য কত ?
A) 25000 টাকা
B) 30000 টাকা
C) 18000 টাকা
D) উপরের কোনটি নয়

27) এক ব্যক্তি একটি দ্রব্যের 2/3 অংশ 6% লাভে এবং বাকি অংশ 3% ক্ষতিতে বিক্রি করে মোটের উপর 540 টাকা লাভ করেন। দ্রব্যটির ক্রয়মূল্য ছিল?
A) 20000 টাকা
B) 10000 টাকা
C) 12000 টাকা
D) 18000 টাকা

28) একটি টেলিভিশন সেট এর ধার্যমূল্য 24,000 টাকা।একজন খুচরো বিক্রেতা টেলিভিশন সেটটি দুটি ক্রমিক ছাড় 20% এবং 10% ছাড়ে কিনলে, তিনি কত টাকা দিয়ে সেটটি কিনেছিলেন ?
A) 17280 টাকা
B) 18280 টাকা
C) 12780 টাকা
D) 19280 টাকা

29) এক ব্যক্তি দুটি বস্তু 5000 টাকায় ক্রয় করল। দুটি বস্তু বিক্রি করে, প্রথম বস্তুতে তার 20% লাভ হল এবং দ্বিতীয় বস্তুতে তার 10% ক্ষতি হলো। তবুও তার মোটের ওপর 2 % লাভ হল। প্রথম বস্তুর ক্রয় মূল্য কত ?
A) 3000 টাকা
B) 2500 টাকা
C) 2000 টাকা
D) 3500 টাকা

30) 2750 টি দ্রব্যের ক্রয়মূল্য 2500 টি দ্রব্যের বিক্রয়মূল্যের সমান হলে লাভ বা ক্ষতির পরিমাণ কত ?
A) 10%
B) 12%
C) 14%
D) 16%

31) তিনটি ক্রমিক ছাড় 10%, 20% এবং 25% এর সমতুল্য ছাড়ের পরিমাণ কত ?
A) 55%
B) 45%
C) 60%
D) 46%

32) এক ব্যবসায়ী একটি পুরনো গাড়ি 6000 টাকায় কিনল এবং অতিরিক্ত 500 টাকা রিপেয়ারিং এর জন্য খরচ করল। যদি সে গাড়িটি 7020 টাকায় বিক্রি করে তবে তার কত শতাংশ লাভ হয়েছিল?
A) 12.5%
B) 9.6%
C) 8%
D) 5%

33) এক ব্যাক্তি 450 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে যত পরিমাণ ক্ষতি করেন 570 টাকায় সেই দ্রব্যটি বিক্রি করলে সমপরিমাণ লাভ হয়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
A) 500 টাকা
B) 490 টাকা
C) 480 টাকা
D) 510 টাকা

34) ক্রয়মূল্যের উপর কত শতাংশ বাড়িয়ে মূল্য ধার্য করলে বিক্রি করার সময় 12.5% ছাড় দেওয়ার পড়ও 5% লাভ থাকবে ?
A) 20%
B) 17.5%
C) 26%
D) 18%

35) এক ব্যবসায়ী একটি জামা 728 টাকায় বিক্রি করার ফলে তার 9% ক্ষতি হলো। যদি তিনি 792 টাকায় জামাটি বিক্রি করতেন তবে তার কত লাভ বা ক্ষতি হতো?
A) 8% ক্ষতি
B) 9% লাভ
C) 1% ক্ষতি
D) 8% লাভ

36) একটি কাগজ ফটোকপি করতে খরচ 1 টাকা । কিন্তু 1000 টি কপির পর সমস্ত কপির জন্য 2% ছাড় মেলে । মোট 5000 ফটোকপি করতে কত টাকা খরচ হবে?
A) 4920 টাকা
B) 3920 টাকা
C) 4900 টাকা
D) 3980 টাকা

37) এক ব্যবসায়ী 4 ফুট দৈর্ঘ্য ও 3 ফুট প্রস্থ বিশিষ্ট একটি হোয়াইট বোর্ড প্রতি বর্গফুট 12 টাকা দরে ক্রয় করল। বোর্ডটির চারপাশে অ্যালুমিনিয়ামের পাত দিয়ে মুরতে প্রতি ফুটে তার 4 টাকা খরচ হল এই ভাবে প্রস্তুত হোয়াইট বোর্ডটি কতো টাকায় বিক্রি করলে তার 25% লাভ হবে?
A) 225 টাকা
B) 250 টাকা
C) 275 টাকা
D) 300 টাকা

38) 132 টাকায় একটি খেলনা কেনার পর 15% লাভে বিক্রি করলে খেলনাটির বিক্রয় মুল্য কত?
A) 150.80 টাকা
B) 151.90 টাকা
C) 151.80 টাকা
D) 150.60 টাকা

39) এক বিক্রেতা কোন একটি ঘড়ি 5% ছাড় দিয়ে বিক্রি করেন। যদি তিনি ঘড়িটি বিক্রি করার সময় 7% ছাড় দিতেন, তবে তার 15 টাকা কম লাভ হত। ঘড়িটির ধার্যমূল্য কত ?
A) 697.50 টাকা
B) 712.50 টাকা
C) 750 টাকা
D) 817.50 টাকা

40) 8% ক্ষতির পরিবর্তে যদি কোন বস্তু 8% লাভে বিক্রি করা হয় তবে 12 টাকা বেশি আয় হয়। বস্তুর ক্রয় মূল্য কত ?
A) 60 টাকা
B) 72 টাকা
C) 80 টাকা
D) 75 টাকা